বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি
বটিয়াঘাটায় ভোটার হালনাগাদ ও ছবি তোলা কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। গতকাল সোমবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদে আসেন তিনি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর,সিনিয়র জেলা নির্বাচন অফিসার এম মাজহারুল ইসলাম, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা অপূর্ব কুমার বিশ্বাস। বালিয়াডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আছাবুর রহমান আসাদ।
পরিদর্শন কালে প্রধান অতিথি নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা,বলেন,প্রতিবারের মতো এবারও নির্বাচন শতভাগ সুষ্ঠ ও নিরপেক্ষ হবে।