1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন

Translate in

করোনায় আক্রান্ত শেখ ইউসুফ আল-কারজাভি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ২০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মিসরীয় বংশদ্ভুত কাতারি আলেম ও মুসলিম আলেমদের আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের প্রতিষ্ঠাতা শেখ ইউসুফ আল-কারজাভি করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন। শনিবার তার ব্যক্তিগত টুইটার একাউন্টে এই তথ্য নিশ্চিত করা হয়।

টুইট বার্তায় বলা হয়, ‘শেখ আল-কারজাভি করোনায় সংক্রমিত হয়েছেন। তিনি সুস্থই আছেন। সমস্ত প্রশংসা আল্লাহর। তিনি চিকিৎসা সেবা নিচ্ছেন। অনুসারীদের তিনি আশ্বস্ত করছেন এবং তার রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।’

পরে তার ছেলে আবদুর রহমান ইউসুফ আল-কারজাভি শেখ আল-কারজাভির করোনা সংক্রমিত হওয়ার তথ্য নিশ্চিত করেন।

মিসরে জন্ম হলেও ৯৪ বছর বয়সী শেখ আল-কারজাভি দীর্ঘদিন কাতার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স ছাড়াও তিনি ইউরোপিয়ান কাউন্সিল ফর ফতোয়ার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কাতারেই অবস্থান করছেন। সূত্র : আরব নিউজ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০