এইচ এম সাগর (হিরামন) খুলনা ব্যুরো-
গত শনিবার বিকালে বটিয়াঘাটার কৈয়াবাজার এলাকায় ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসি। জানা যায়,গত শুক্রবার উপজেলার উত্তর শৈলমারী এলাকার মৃত্যু প্রহলাদ বৈরাগীর স্ত্রী নমিতা রানী বৈরাগী (৫০) কে জোর পূর্বক ধর্ষণ করে একই গ্রামের মোঃ খোকন গাজির ছেলে দিদারুল ইসলাম গাজী ওরফে সুজন গাজী (২৭)।ধর্ষিতার ছেলে লিটন বৈরাগী বলেন, বাড়িতে আমার মা ঐ সময় একাই ছিল। তখন আমাদের পাশের বাড়ির সুজন বাড়িতে ঢুকে জোর পূর্বক তাকে ধর্ষণ করে। পরে ঘটনিটি মা পাশের বাড়ির কাকিমাকে বলেন। বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়। আমি খবর পেয়ে বাড়িতে যাই । মাকে অসুস্থ অবস্থায় দেখে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি। পরে বটিয়াঘাটা থানায় অভিযোগ দায়ের করি। পুলিশ অভিযোগের ভিত্তিতে আসামী সুজনকে আটক করে। বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহা জালাল বলেন, আসামিকে আটক করা হয়েছে। তদন্ত পূর্বক তার বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করা হবে।
ঘটনার পরের দিন গতকাল শনিবার বিকালে এলাকাবাসি ধর্ষণ কারীর ফাঁসির দাবিতে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। এসময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল, ১নং জলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিধান রায়,আ’লীগের বটিয়াঘাটা সদস্য গোবিন্দ মল্লিক,উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ রেজোয়ান ইমন, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি মনোজ কান্তি, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিত্যানন্দ বৈরাগীর, দিগন্ত মল্লিক, কৈয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সুজয় কান্তি মন্ডল,জিরো পয়েন্ট ব্যবসায়ী সমিতির সাধারণ অভিজিৎ রায়, ইউপি সদস্য তরিকুল ইসলাম, মোঃ আশরাফুল ইসলাম, অশোক কুমার মন্ডল,আ’লীগ নেতা হরিচাঁদ ঢাকইদার, বাবুল মহালদার,বীর মুক্তিযোদ্ধা হরিপদ মল্লিক,২নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আজহারুল ইসলাম, কমলেশ মল্লিক, শিখা বৈরাগী, অনিষ বৈরাগী, বটিয়াঘাটা প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ ও স্থানীয় প্রশাসন সহ শত শত নারী পুরুষ। বক্তারা বলেন, ৫০ বছর উর্দ্ধ নারী নমিতা রানী বৈরাগীর ধর্ষক সুজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করায় পুলিশকে ধন্যবাদ জানান এবং সাথে সাথে ধর্ষক সুজনের সর্ব্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন। অন্যথায় আরোও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হতে পারে বলে হুশিয়ারি করেন তারা।