জাকির আহম্মদ জিম: শেরপুর বগুড়া
বগুড়া শেরপুর শাহ বন্দেগী ইউনিয়নের মামুরশাহী গ্রামের আবু রায়হানের ছেলে আপন, গত ০৪ সেপ্টেম্বর ২০২২ রবিবার সন্ধ্যায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যায়।
জানা যায়, বগুড়া শেরপুর উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের মামুরশাহী গ্রামের আবু রায়হানের ছেলে উচরং দিমুখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আপন(১২) সন্ধ্যায় অসাবধানতায় কারেন্টের তারে হাত লেগে যায় । বাড়ির লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খন্দকার জানান এ বিষয়ে আমাদের কাছে কেউ কোন কিছু বলে নাই জানতে পারলে আমরা ব্যবস্থা নিব।