আমান উল্যা আমান
তেল,গ্যাস,বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রোববার(৪ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোঃ ইউনুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান দুলাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। বিশেষ অতিথি ফরিদগঞ্জ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক আলহাজ্ব এম এ হান্নান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক,চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবলু,সাবেক যুগ্ম আহ্বায়ক মনির চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিমুস সালাম,জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল গাজী বাহার, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হযরত আলী, সাবেক ছাত্রদলের সভাপতি ও ভিপি শাহাজালাল মিশন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সম্পাদক ভিপি মঞ্জিল হােসেন মঞ্জিল,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক,পৌর সদর ওয়ার্ড বিএনপি সভাপতি আমির হােসেন বেপারী,যুবনেতা ইমাম হােসেন,জাহাঙ্গীর আলম নান্টু,মাকসুদ পাটােয়ারীসহ উপজেলার বিএনপি,যুবদল,ছাত্রদল অঙ্গ সংগঠনের সাংগঠনিক নেতৃবৃন্দ।