জাকির আহম্মদ জিম: শেরপুর বগুড়া প্রতিনিধি
বগুড়ায় শেরপুরে ভেজাল পশু খাদ্য তৈরির অভিযোগে এক প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এসময় প্রতিষ্ঠানটি সিলগালা দিয়ে বন্ধ করা হয়েছে। জেলার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের মির্জাপুরে এক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় সেখানে ভেজাল পশু খাদ্য(মাছ ও মুগরি) তৈরির সত্যতা পাওয়া যায়। এজন্য প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী শামিম শেখকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এসময় প্রতিষ্ঠানটির কোন নাম পরিচয় পাওয়া যায়নি। এসব অপরাধে অভিযান শেষে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, নামহীন ভাবে শামিম শেখ একটি প্রতিষ্ঠান গড়ে তুলে ভেজাল পশু খাদ্য উৎপাদন করে আসছিল। এজন্য সিলগালাসহ অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।