শাকিল আহমেদ (নারায়ণগঞ্জ)
রিপোর্টারঃনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অনুমোদন দিয়েছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ।গত মঙ্গলবার ( ৬ সেপ্টেম্বর) জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মো: শহিদ বাদল স্বাক্ষরিত ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়। পূর্ণাঙ্গ এ কমিটিতে সদস্য পদ পেয়েছেন মোঃ আনছর আলী। তাঁকে উপজেলা আওয়ামীলীগের সদস্য পদে নির্বাচিত করায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ ও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।