জাকির আহম্মদ জিম: শেরপুর বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুরের গ্রামের শিক্ষার্থীর মাঝে মোবাইল গেমসের আসক্তি লক্ষ্যে করা যায়।
এ গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে পড়াশোনা। মোবাইলে আসক্ত সব শিক্ষার্থীরা পড়াশোনা ছেরে এখন মোবাইল নিয়ে ব্যস্ত। বেশির ভাগ সময় তারা মোবাইলে, পাবজি, ফ্রি ফ্যায়ার নামের গেমটি খেলছে। শুধু তায় নয়, গেম খেলার পাশাপাশি তারা ধুমপান ও অনেকে করে। তাদের এসবের জন্য হারিয়ে যাচ্ছে পড়াশোনা। যানা জায়, বারিতে মা- বাবাকে স্কুলের যাওয়ার কথা বলে, স্কুলে না গিয়ে তারা মোবাইল নিয়ে পাবজি,ফ্রি ফ্যায়ার নামের গেমটি খেলেন। আবার স্কুলে গিয়েও কেউ গপুনে গেমটি খেলেন।
শিক্ষারর্থীদের বাবা মায়ের সাথে কোথা বলে যানা গেছে, তাদের ছেলে মিয়ে পড়াশোনা না করে সারাদিন ও রাতেও মোবাইল নিয়ে ব্যস্ত থাকে।শুধু তাই নয় ঠিক মতো তারা খাওয়াদাওয়া করেনা।
শিক্ষার্থীদের সাথে কোথা বলে যানা যায়, তারা এ গেমটি খেলে অনেক আনন্দ পায়,তাই তারা গেমটি খেলতেই থাকে।