1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ

Translate in

সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারন সম্পাদকসহ শীর্ষ পাচঁ নেতা গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৮ বার দেখা হয়েছে

কাইয়ুম মাহমুদ : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পুলিশের সাথে বিএনপি নেতা-কর্মিদের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলার পাচ শীর্ষ নেতাকে ঢাকা থেকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশ।

শুক্রবার রাতে ঢাকার আদাবর রিং রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে শনিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরন করা হয়।

আটককৃতরা হলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপি’র সহ-সভাপতি অমর কৃষ্ন দাস, ভিপি শামিম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট ও কাজিপুর উপজেলা বিএনপি’র যুগ্ন-আহ্বায়ক রাশেদ কবির চান্দু।
পুলিশ জানায়, গত ১লা সেপ্টেম্বর সিরাজগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে বিএনপি নেতা-কর্মিদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটলে পরদিন সিরাজগঞ্জ সদর থানায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিএনপি’র ১১৫ নেতা-কর্মির নামে মামলা দায়ের করে পুলিশ। মামলা দায়েরের পর আসামিদের আটকে অভিযান শুরু হয়।

এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার আদাবর রিং রোড এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশের একটি সমন্বিত দল। এসময় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা পর্যায়ের পাচ শীর্ষ নেতাকে আটক করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন চন্দ্র দাস জানান, আটককৃতদের রাতেই ঢাকা থেকে সিরাজগঞ্জ নিয়ে আসা হয়। পরে শনিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরন করা হয়।
উল্লেখ্য, গত ১লা সেপ্টেম্বর সিরাজগঞ্জে বিএনপি নেতা-কর্মি ও পুলিশের সাথে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ইটপাটকেল, রাবার বুলেট ও টিয়ারশেলের আঘাতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। ঘটনার পরদিন সিরাজগঞ্জ সদর থানায় ১১৫ নেতা-কর্মিকে আসামি করে একটি মামলা দায়ের করে পুলিশ। এই মামলায় এর আগেও পাচ বিএনপি নেতা-কর্মিকে আটক করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০