1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মৃত্যুর ১১ বছর পর শিবিরের তিন কর্মির লাশ উত্তোলন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে পদ পেলেন যারা কুমিল্লা নগরীতে দেশীয় অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আন্দোলনে সংহতি রয়েছে- কুমিল্লা হাসনাত আব্দুল্লাহ সুনামগঞ্জে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু কুমিল্লায় আদালত প্রাঙ্গণে বাদীর ওপর হামলা, আটক ২ নোয়াখালীতে পুকুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু কুমিল্লায় দুই প্রাইভেটকার ভর্তি ৪০ কেজি গাজাসহ চারজন আটক বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রাসেলের পরিবারকে আর্থীক অনুদান প্রদান নাঙ্গলকোটে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

স্ত্রী ছোড়া গরম পানিতে গাইবান্ধায় ঝলসে গেলো স্বামী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৯ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

স্ত্রীর ছোড়া গরম পানিতে মোস্তাফিজুর রিপন নামে গাইবান্ধার এক ব্যক্তিের শরীরের প্রায় ত্রিশ শতাংশ ঝলসে গেছে। আজ ১১ সেপ্টেম্বর রবিবার সকালে তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভোরে গাইবান্ধা পৌর শহরের সুখনগর এলাকার নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। বউয়ের ছোড়া গরম পানিতে আহত মোস্তাফিজুর রহমান রিপন ওই এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি পেশায় গাড়ীর সুপারভাইজার। পারিবারিক কোলাহলের জেড়ে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে৷
স্থানীয়রা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বাড়িতে ঘুমাচ্ছিলেন মোস্তাফিজুর রহমান রিপন। ভোরে ঘুমন্ত রিপনের শরীরে স্ত্রী ফুটন্ত গরম পানি ঢেলে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। এ সময় তার চিৎকারে মা দরজা খুলে দেখেন, রিপনের চোখসহ মাথার দিকের বেশিরভাগ অংশ ঝলসে গেছে। ঘটনার পর স্ত্রী বাড়ি থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তানভীর রহমান সাংবাদিকদের বলেন,গরম পানিতে মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তি শরীর ঝলসানো অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। তাকে সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে তার অবস্থার অবনতি হলে সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

সদর থানার পুলিশ পরিদর্শক ওয়াহেদ জানান,ঘটনা জানতে পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। স্ত্রী শাবানা পলাতক রয়েছেন। আহত ব্যক্তির পরিবারের পক্ষে হতে এখনো কেউ কোন এঘটনায় কোন এজাহার প্রদান করেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০