জাকির আহম্মদ জিম: শেরপুর বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন শেরুয়া এলাকায় শেরপুর থানা চালকল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদের বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে।
রবিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১০টা থেকে ১২টার মধ্যে শেরুয়া এলাকায় তার বাড়িতে তালা কেটে এই চুরি করছে।
শেরপুর থানা চালকল মালিক সমিতির সাবেক সাধারন সম্পাদক আব্দুল হামিদ জানান, সকাল সাড়ে ৯টার দিকে আমি ও আমার স্ত্রী প্রোয়জনীয় কাজের জন্য বাস-স্ট্যান্ডে যায় । দুপুর ১টার দিকে ফিরে দেখি দরজার তালা কাটা এবং বিছানার উপর সোনার গহনার মোড়ক পড়ে আছে। দুর্বৃত্তরা ৭ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ১ হাজার ৫শ টাকা নিয়ে গেছে বলে তিনি দাবী করেন।শেরপুর থানার এসআই রবিউল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরির বিষয়টি তদন্ত করা হচ্ছে।