1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ

Translate in

বিআরটিএ’র খুলনা অফিসে র‌্যাবের অভিযান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৬ বার দেখা হয়েছে

এইচ এম সাগর (হিরামন) খুলনা ব‍্যুরো

খুলনার বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে আটক ২৫ জন দালালাকে জেল-জরিমানা করা হয়েছে। গত রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে খুলনা বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের সদস্যদের আটক করা হয়। এসময় ১৯ জন দালাল চক্রের সদস্যকে বিভিন্ন মেয়াদের সাজা এবং ৬ জন সদস্যকে ৫৩ হাজার ২০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল আমিন।র‌্যাব-৬ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার খুলনা বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে ৩০ জন দালালকে আটক করে র‌্যাব। পরে এর মধ্যে ১৯ জনকে ৭ দিন থেকে ১ মাস মেয়াদে কারাদন্ড এবং ৬ জনকে ২০০ টাকা থেকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৫ জনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। এদের মধ্যে দ-বিধি-১৮৬০ এর ২৯১ ধারা মোতাবেক ইকলাস হোসেন (৩২), বিশ্বজিৎ দাস (৩৫), মোঃ রাশেদুল ইসলামকে (৩০) ৭ দিনের বিনাশ্রম কারাদ-দেওয়া হয়েছে। আর দেবাশীষ দে (৩৮) কে ১০ দিনের বিনাশ্রম কারাদ- মোঃ বেল্লাল হোসেন ৩০), মোঃ ইকবাল বেগ (৪০),আব্দুর রাজ্জাক মোল্লা (৪০), সুবাস চন্দ্র সরকার (৬০),মোঃ মুনিরুল ইসলাম (২৯), মোঃ রবিউল মোল্লা (২৬),শেখ নাঈম (৩০), আহসান হাবিবকে (৪৮) ১৪ দিনের বিনাশ্রম কারাদ-, মোঃ রুহুল আমিন টুটুল (৫০), মোঃ রাউসুল ইসলাম রাব্বি (৩০), আহাদ আলী (৩০), মোঃ মাসুম হোসেন (২৫), মোঃ মোক্তার হোসেন (৪৮), জহিরুল ইসলাম (২৮), মোঃ শাকির হোসেন (৪০), আব্দুল কাদেরকে (৩৭) ৩০ দিনের বিনাশ্রম কারাদ-প্রদান করা হয়। এছাড়া রাজিব মল্লিককে (৩৫) ২শ’ টাকা,আরিফুজ্জামানকে (২৫) ৩ হাজার টাকা, মোঃ আতিয়ার রহমান (৫২), মোঃ জাহিদুল ইসলাম (২৮) মোঃ কামাল হোসেনকে (৪৯) ১০ টাকা করে এবং মোঃ সোহেল রানাকে (৩৫) ২০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। জরিমানার অর্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাৎক্ষনিক প্রদান করায় সরকারি কোষাগারে জমা করা হয় এবং সাজাপ্রাপ্ত আসামীদের সরাসরি খুলনা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মো. মোসতাক আহমেদ জানান, খুলনা বিআরটিএতে দীর্ঘদিন ধরে দালালরা তৎপরতা চালাচ্ছিল। বিআরটিএ অফিসে যখন সাধারণ মানুষেরা সেবা নিতে আসে, তখন দালাল ও প্রতারক চক্রের লোকেরা তাদের ভুল বুঝিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। সাধারণ মানুষ তাদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হয়। এসব অভিযোগের প্রেক্ষিতে রোববার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খুলনা বিআরটিএতে অভিযান চালিয়ে মোট ৩০ জন দালালকে আটক করা হয়। পরে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। ##

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০