এস এম মোমিনুর রহমান: ফুলতলা খুলনা
ফুলতলা উপজেলার ৫ নং ওয়ার্ডের নাওদাড়ী গ্রামে গত ৮ ও ৯ই সেপ্টেম্বর বৃহস্পতিবার ও শুক্রবার ২ দিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করে এলাকার যুবকদের সংগঠন নাওদাড়ী যুব সংঘ। ২য় দিন শুক্রবার সন্ধ্যায় হাফেজে কোরআন সংবর্ধনা এবং ২০২২ সেশনের এসএসসি/সমমানের পরীক্ষার্থীদের নিয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব সংঘের সভাপতি মফিজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা ইউনিয়ন পরিষদের ৩ বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মহিউদ্দিন মহির। সাধারণ সম্পাদক হাদীউজ্জামান এর ব্যবস্থাপনায় ও জাহিদুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন যুব সংঘের সহ সাধারণ সম্পাদক আবু ওবাইদা। সংগঠনের নীতিমালা ও আগামী দিনের সামাজিক অগ্রগতির পরিকল্পনার চিত্র তুলে ধরেন যুব সংঘের সহ সভাপতি বেলাল হোসেন বিপ্লব।প্রধান অতিথি যুব সংঘের এ আয়োজনকে বাহবা দেন এবং আগামীদিনে যুবকদেরকে মাদকও নিরক্ষরতা মুক্ত যুবসমাজ গঠনের দাবি রাখেন। এসময় এলাকার হাফেজে কোরআন নাহিয়ান আহমেদ ও তার পিতা মাতা কে সম্মাননা দেওয়া হয় এবং পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী প্রদান করা হয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এলাকার বয়োজ্যেষ্ঠ আবুল কাশেম মহলদার,ডা.মইনুল হাসান, মাষ্টার হাবিবুর রহমান, পেশ ইমাম হাফেজ আব্দুল্লাহ,মাহবুবুর রহমান,রুহুল আমিন, মইনউদ্দিন, এনামুল কবীর, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম টুটুল প্রমুখ।