1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ

Translate in

খুলনার মন্ডপগুলোতে আলোকসজ্জা চায় পূজা কমিটি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৬ বার দেখা হয়েছে

এইচ এম সাগর (হিরামন) খুলনা ব‍্যুরো

শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব নিশ্চিত এবং দর্শনার্থীদের নিরাপত্তার জন্য নগরীর মন্ডপগুলোতে আলোকসজ্জা করার দাবি তুলেছে পূজা উদ্যাপন কমিটি। পর্যাপ্ত ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ছাড়া সিসি ক্যামেরার ব্যবহার নিষ্ফল হবে। আলোকসজ্জা না হলে উৎসব নিষ্ফল এবং দুর্বৃত্তদের সুযোগ সৃষ্টি হবে। খুলনা পূজা উদযাপন পরিষদের মহানগর শাখার সভাপতি শ্যামল কুমার হালদার এ দাবির কথা তুলে ধরেন। পূজা উদ্যাপন কমিটির এ নেতা উলে­খ করেন, করোনা মহামারির কারণে গত দু’বছরে শারদীয় দুর্গোৎসবে আনন্দ উৎসব ছিল না। এবার মহানগরী এলাকায় দুর্গোৎসব উদ্যাপনের জন্য ১শ’৩০টি মন্ডপ স্থাপন করা হয়েছে। তিনি বলেন,গত বছর কুমিল্লার মন্ডপে অপ্রীতিকর ঘটনার পর এবারও হিন্দু সম্প্রদায় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তিনি দোকানপাট রাত ৮টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি করেন।
নগর পূজা উদ্যাপন কমিটির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ব্যানার্জী বলেন,দুর্গোৎসবের পূর্বে সাতক্ষীরায় ২টি মন্ডপ ভাঙা হয়েছে। খুলনা আদি কালি বাড়ি,খালিশপুর,দৌলতপুর ও কৈ পাড়ার মন্দির কমিটি নিরাপত্তাহীনতায় ভুগছে। গেল বছর রূপসার মহাশ্মশান পূজা মন্ডপে ১৮টি বোমা উদ্ধার করার সাথে কারা জড়িত আজও পর্যন্ত তা প্রকাশ করেনি। অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর সকল পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করতে বলা হয়েছে। মন্ডপ তৈরির এ সময়ে সংশ্লিষ্ট এলাকায় প্রতিদিন পুলিশী টহল দেয়া প্রয়োজন। অপর এক সূত্র বলেছে, জেলায় ৮শ ২২টি মন্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি চলছে। আগামী ১ অক্টোবর দুর্গোৎসবের ষষ্ঠী, ৫ অক্টোবর বিজয়াদশমী ও প্রতিমা বিসর্জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০