জাকির আহম্মদ জিম: শেরপুর বগুড়া প্রতিনিধি
কৃষি ভান্ডার হিসেবে খ্যাত বগুড়ার শেরপুর,মরিচ চাষে বাম্পার ফলনের আশায় খুশি কৃষক,চোখে মুখে স্বপনের হাসি।উপজেলায় এবছর বাম্পার ফলনের আশায় মরিচ খেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে মরিচ চাষিরা বিগত বছরের তুলনায় এ বছর মরিচ চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের।উপজেলার বিশালপুর ইউনিউনের জামাইল,চাটাইল, বড়পুকুরিয়া মাঠে সরজমিনে গিয়ে দেখা যায়,কৃষকরা মরিচ খেতে আগাছা পরিষ্কার করার পাশাপাশি গাছে খুঁটি বাধাসহ নানা কাজে ব্যস্ত। উপজেলার চাটাইল গ্রামের মরিচ চাষী মশিউর রহমান এবার তার নিজ ১ বিঘা জমিতে মরিচ চাষ করেছেন। তার সাথে কথা বলে জানা যায়, প্রতি বিঘা ( ৩৩ শতাংশ) জমিতে মরিচ উৎপাদনে খরচ প্রায় ৫০/৬০ হাজার টাকা।তিনি আরও বলেন,মরিচ চাষ একটি ব্যয়বহুল এবং পরিশ্রমী আবাদ।প্রায় সময় মরিচ খেতে গাছের পরিচর্যা করতে হয়।কিন্তু ভালো ফলন হলে বিঘায় ৩ থেকে ৪ লাখ টাকার মরিচ বিক্রি করা সম্ভব।