এইচ এম সাগর (হিরামন),খুলনা ব্যুরো
গতকাল বুধবার রাতের বৃষ্টিতে ডুবে গেছে বটিয়াঘাটা উপজেলার অধিকাংশ এলাকায় বাড়িঘর ও লীজঘের। চলতি আমন মৌসুমের ধানের ফীজতলা সহ রোপনকৃত ধানে পাতা পানির নিচেয়। রাস্তাঘাটসহ অধিকাংশ বাড়ির উঠানে হয়েছে হাটু পানি। ঘরের ভিতরে প্রবেশ করেছে নোংরা পানি। ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত লাগাতার বৃষ্টিতে এ অবস্থা সৃষ্টি হয়েছে। অন্যদিকে জোয়ারের সময় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে পানি। ওয়াপদা রাস্তা তলিয়ে লোকালয়ে ঢুকছে নদীর পানি। পানি নদীতে নামার খালগুলো দখল করে ভরাট করাসহ ধীরগতিতে ড্রেন নির্মাণ এ অবস্থার অন্যতম কারণ,বলছেন অভিজ্ঞ মহল। অবিলম্বে এসব ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। সরেজমিনে গিয়ে দেখা যায়,এসব বাড়ির উঠানে ও এলাকার লীজঘের সহ রোপনকৃর ধানের পাতা ও বীজতলা তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। অনেক এলাকায় দেখা দিয়েছে খাবার পানিও জলের সংকট। উপজেলার সুরখালী ইউনিয়ের কোদলা,শম্ভুনগর, মঠবাড়ি ও সুন্দরমহল এলাকার লীজঘের তলিয়ে গেছে। ভদ্রানদীতে পানি বৃদ্ধির কারনে ভেড়ীবাধ ভেঙ্গে তলিয়ে যায় উক্ত এলাকার লীজঘের। শতশত বিঘা জমিতে লীজঘেরের মাছ ভেসে গেছে। পানির নিচেয় তলিয়ে রয়েছে চলতি মৌসুমের ধানের পাতা। ভদ্রা নদীর স্রোতে বটিয়াঘাটা পাইকগাছা সড়কের রায়পুর নামকস্থানে তীব্র আকারে ভাঙ্গান দেখা দিয়েছে।