এইচ এম সাগর(হিরামন) খুলনা ব্যুরো
বটিয়াঘাটা উপজেলার কাজিবাছা নদী থেকে তরিকুল ইসলাম আরিফ (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে খুলনা গঙ্গারামপুর ইউনিয়নের খোপালখালী দেশ বাংলা হেচারির সামনে নদীর চর থেকে উক্ত যুবকের লাশ উদ্ধার করে। যানা যায়, নিহত যুবকের বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার উত্তর সুতালরী গ্রামে। তার পিতার নাম আনছার আলী। বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহা জালাল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠান হয়েছে।