1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ

Translate in

সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায় তৃতীয় হলেন বাংলাদেশি হাফেজ তাকরীম

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের পবিত্র মক্কায় ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশি হাফেজ সালেহ আহমদ তাকরীম। প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন ১১১টি দেশের ১৫৩ জন হাফিজ। সালেহ আহমেদ তাকরীম চতুর্থ গ্রুপে ১-১৫ পারায় অংশ গ্রহণ করেন। চতুর্থ গ্রুপে প্রথম স্থান অর্জন করেন লিবিয়ার হাফেজ জিয়াদ মোহাম্মদ খলিল হাবিস। দ্বিতীয় স্থান অর্জন করেন কেনিয়ার হাফেজ আব্দুর রহমান মুসা আব্দুল্লাহ এবং তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমেদ তাকরীম।
হাফেজ সালেহ আহমদ তাকরীম ঢাকার
মারকায ফয়জুল কুরআন আল ইসলামী মাদ্রাসার কৃতি শিক্ষার্থী।প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গত ৯ সেপ্টেম্বর দুপুর ১২টা ৩৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন সালেহ আহমদ তাকরীম।তার সাথে ছিলেন মারকায ফয়জুল কুরআন আল ইসলামি মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ ক্বারী মাওলানা আব্দুল্লাহ আল মামুন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী হাফেজ জিয়াদ পাবেন ১ লক্ষ ২০ হাজার সৌদি রিয়াল। দ্বিতীয় স্থান অধিকারী হাফেজ আব্দুর রহমান পাবেন ১ লক্ষ ১০ হাজার সৌদি রিয়াল এবং তৃতীয় স্থান অধিকারী হাফেজ তাকরীম পাবেন এক লক্ষ সৌদি রিয়াল। যা বাংলাদেশি টাকায় প্রায় ২৭.৫৪ লক্ষ টাকা।
এর আগে লিবিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজ সালেহ আহমাদ তাকরীম ৭ম স্থান অর্জন করেন। এ বৈশিক প্রতিযোগিতায় ৭ম স্থান অর্জন করার পাশাপাশি সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে বিশেষ সম্মাননা অর্জন করেন ক্ষুদে হাফেজ তাকরীম।
গত ২২ মে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে লিবিয়ার বন্দরনগরী বেনগাজিতে অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হন হাফেজ তাকহীম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০