বিকাশ রায় বাবুল,নীলফামারী প্রতিনিধি
‘নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’ আনন্দ নিয়ে পড়ব, সুন্দর ভবিষ্যত গড়ব। প্রতিদিন স্কুলে যাই, লেখাপড়ায় বিভেদ নাই সহ বিভিন্ন শ্লোগানে নীলফামারীর ডোমারে মীনা দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করেন উপজেলা শিক্ষা অফিস।
শনিবার(২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রকিবুল হাসান এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষিকা আফরোজা বেগম চৌধুরী মিলির সঞ্চালনায় এসময় উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রমিজ আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ, প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী,আমিনুল হক বাবু,মহামায়া দেববর্মা, ইলোরা জাহান, নাজিরা ফেরদৌসি চৌধুরী, লাকী আক্তার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমন,সহকারী শিক্ষক তূর্য বসুনীয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
শেষে শিশু শিক্ষার্থীদের মধ্যে ছড়া গান, আবৃতি, নাটিকা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।