এইচ এম সাগর(হিরামন)খুলনা থেকে
১ লা অক্টোবর ২০২২ শনিবার ঐতিহ্যবাহী বটিয়াঘাটা প্রেসক্লাব খুলনা এর দ্বি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। ব্যাপক উৎসব উদ্দিপনার পরিবেশে বটিয়াঘাটা প্রেসক্লাব এর নির্বাচন হতে যাচ্ছে। দীর্ঘদিন প্রচার প্রচারনার মধ্যে দিয়ে সকল জল্পনা কল্পনা শেষে আজ শুরু হচ্ছে নির্বাচন।
নির্বাচনকে ঘিরে সারাদিন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। শান্তি শৃংখলার মধ্যে ভোটাররা তাদের ভোট প্রদান করবেন। বটিয়াঘাটার ইতিহাসে এই প্রথম হতে যাচ্ছে সাংবাদিকদের নির্বাচন। উপজেলাবাসি এই নির্বাচনে অনেক খুশি। উল্লেখ্য বিগতদিনে মাতালখোর কথিত কিছু সাংবাদিকদের ছত্রছায়ায় ছেয়ে গিছিলো উপজেলা। সচেতন মহল বলছে,এবার হয়ত এই সকল কতিপয় মাতাল সাংবাদিকদের দৌরাত্ম্য বন্ধ হবে। নির্বাচনে যোগদানকারি সাংবাদিকরা বলেন,আমরা নির্বাচিত হলে কলংক মুক্ত করব প্রেসক্লাবটি। এখানে কোন কতিপয় সাংবাদিক থাকবেনা। প্রকৃত সাংবাদিকরাই হবেন ক্লাবের সদস্য। এবার নির্বাচনে যারা অংশগ্রহন করছেন তারা হলেন, সভাপতি পদে অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস,কবির আহমেদ খান ও ইমরান হোসেন সুমন। সহ-সভাপতি পদে আসাদুজ্জামান উজ্জল, হিরামন মন্ডল সাগর, আহসান কবীর ও অমলেন্দু বিশ্বাস। সাধারণ সম্পাদক পদে শেখ মনিরুজ্জামান মনি ও মহিদুল ইসলাম শাহীন। কোষাধ্যক্ষ মোঃ তরিকুল ইসলাম ও অজিত রায়। কার্যনির্বাহী সদস্য পদে গোলদার আরিফুজ্জামান দুলু,এ্যাড,সোহেল রানা, তুরান হোসেন রানা, ইমরান হোসেন, কাজী আতিক ও মহব্বত আলী খান।
৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবে। নির্বাচনে ১১ টি পদে ২০ জন প্রার্থী নির্বাচন করছে।
সভাপতি পদে ২ জন, সহ সভাপতি পদে ৫ জন,সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম সম্পাদক পদে ১ জন,সহকারি সম্পাদক পদে ১ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন ও নির্বাহী সদস্য পদে ৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করেছেন। এদের মধ্যে যুগ্ম ও সহকারী সম্পাদক পদে ২ জন হওয়ায়, তারা বিনা প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে।