কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানকালে যাত্রীবাহী বাস থেকে ১৪ কেজী গাঁজাসহ এক যুবক কে আটক করা হয়।
শুক্রবার সন্ধায় সাড় ৭ টায় বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) রাজেশ বড়ুয়া (পিপিএম)। তিনি জানান পরে বিকেলে ওই আসামীকে মাদক আইনে জেল হাজতে পাঠানো হয়।
পুলিশের সৃত্রে জানা যায়- শুক্রবার সকাল সাড়ে ৮ টায় জেলার দাউদকান্দি মডেল থানার গৌরীপুর পেন্নাই এলাকার রমজান আলীর চায়ের দোকানের সামনে চাঁদপুর টু ঢাকাগামী ঢাকা- মেট্রো-ব ১৪- ০৭২১ রেজিঃ নম্বরের পদ্ম এক্সক্লুসিভ যাত্রীবাহী একটি বাসে তল্লাশী করে চৌদ্দ কেজি গাঁজাসহ মো. সুমন মিয়া(৩০) নামের ওই যুবক কে গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত ওই আসামী জেলার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছামুড়া গ্রামের মৃত আবুল কাশেম’র ছেলে মো. সুমন (৩০)।
গ্রেফতারকৃত আসামী চৌদ্দগ্রাম সীমান্তবর্তী এলাকা থেকে উক্ত উদ্ধারকৃত গাঁজা স্বল্পমূল্যে সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রয়ের জন্য একটি ট্রলি ব্যাগের ভেতর করে পাচারকালে পুলিশের হাতে আটক হয়। পরে গ্রেফতারকৃত আসামীর বিরোদ্ধে দাউদকান্দি মডেল থানায় মাদক আইনে মামলা করা হয়, মামলা নং- ৩৬ বলে পুলিশ জানান।