খুলনা ব্যুরো
নগরীর রূপসা ইউসেপ স্কুলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাতে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় ওই স্কুলের চারটি রুমের প্রায় আড়াই লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, ইউসেপ স্কুলটি মন্দিরের পাশে। রাত পৌনে ১২ টার দিকে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এলাকার মানুষ স্বেচ্ছায় আগুন নিভানোর কাজ করে। কিন্তু চেষ্টা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। রাত ১২ টার দিকে টুটপাড়া স্টেশনের তিনটি ও বয়রার দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে আধাঘন্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে স্কুলের চারটি রুমের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
টুটপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: নজরুল ইসলাম বলেন, রাত পৌনে ১২ টায় আগুনের সংবাদ শুনে ১২ টার দিকে ঘটনাস্থলে আসেন। সেখানে আগুনের তীব্রতা অনেক বেশী ছিল। স্থানীয়রা আমাদের সহায়তা করেছে। তারা না করলে পুড়ে সবকিছু ছাই হয়ে যেত। তাদের টুটপাড়া ও বয়রা থেকে ৫ টি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে। টুটপাড়ার ৩ টি ও বয়রা ২ টি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে। আধাঘন্টার প্রচেষ্টায় তারা সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সম্পূর্ণ আগুন নির্বাপন হয় রাত ২ টার দিকে। ##