আশরাফুল ইসলাম
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ১৫ নং কাবিলপুর ইউনিয়নের লালদীঘি বাজার চৌরাস্তা হতে জামালপুর মুখি ইউপি সড়কের কৃষ্ণপুর ব্রীজ হতে লালদীঘি পর্যন্ত সড়কের দু পাশের প্রায় ১৭ শত গাছের মধ্যে হতে ১ শত বড় গাছ অবৈধ ভাবে কাটা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক- গাছ কর্তনের বিষয়ে ইউপি চেয়ারম্যান,গাছ রোপনকারী সমিতির সভাপতি সাধারণ সম্পাদকসহ সদস্যরা এ বিষয়েবজানেন বলে স্থানীয়রা জানান।
কিভাবে এসব গাছ কর্তন করা হচ্ছে এমন প্রশ্নের উত্তরে ১৫ কাবিলপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম জানান,উক্ত সড়কের গাছ কাটার বিষয়টি পীরগঞ্জের প্রেসক্লাবের ও স্থানীয় সাংবাদিকগণ জানে তাদের নিকট হতে জেনে নেন কি ভাবে গাছ গুলো কর্তন করা হচ্ছে।
ম্যানেজ প্রক্রিয়ায় মাধ্যমে কাবিলপুর ইউনিয়নের ইউপি রাস্তায় অবৈধভাবে গাছ কর্তনের বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায় সাংবাদিকদের জানান, সরেজমিনে দেখে অবৈধভাবে গাছ কর্তনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, রাজস্ব ফাকি দিয়ে উক্ত রাস্তার দুপাশের গাছ গুলো অবৈধভাবে কর্তনের সাথে জড়িতদের চিহিৃন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান সচেতন মহল।