1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন

Translate in

সরকার সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করছে:সুবিদ আলী ভূঁইয়া এমপি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২২৬ বার দেখা হয়েছে

লিটন সরকার বাদল

বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করছে।’জাতির পিতার স্বপ্ন ছিল এমন এক অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা যেখানে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকবে। তার নীতি অনুসরণ করেই আমরা সকলের জন্য কাজ করছি।’
তিনি বলেন, ‘বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করছে এবং আপনারা সবাই সমান অধিকার নিয়েই বসবাস করবেন।

‘সোমবার (৩ অক্টোবর ) রাতে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে দাউদকান্দি উপজেলার নৈয়ার বাজার দুর্গাপূজা মণ্ডপ, বরকোটা শ্রী শ্রী মা মনসা বাড়ি মন্দির এর দুর্গাপূজা মণ্ডপ, গৌরীপুর ভুলিরপাড়, গৌরীপুর বাজার সার্বজনীন মন্দিরের দুর্গাপূজা মণ্ডপ,দাউদকান্দি শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়া, দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে,কুমিল্লা -১ দাউদকান্দি- মেঘনা আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মহিনুল হাসান,সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান, মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি সভাপতি বাসুদেব ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন রকিব, উপজেলা মহিলা লীগের সভাপতি জেবুন্নেছা জেবু,, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরী, জাগো হিন্দু পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক তুষার ঘোষ সম্রাটসহ স্থানীয় সকল স্তরের হিন্দুধর্মালম্বীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০