এইচ এম সাগর(হিরামন) খুলনা
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নে সকল
পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলার আওয়ামীলীগ নেতৃবৃন্দ। সোমবার ৩ অক্টোবর ইউনিয়নের সুরখালী,সুকদাড়া,ভগোবতিপুর,বারোআড়িয়া বাজার, ঠাকুরবাড়ি,বারোআড়িয়া কলেজ,সুন্দরমহল, মঠবাড়ি,কোদলা সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন,
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান,সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য দিলিপ হালদার,মহিলা চেয়ারম্যান চঞ্চলা মন্ডল,
রবিন্দ্রনাথ সরকার,বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব মোতাহার রহমান শিমু,কৃষক লীগ নেতা শেখ মোঃ শাহারুজ্জামান শাহারিয়ার, নেতা আছাবুর রহমান আসাব,মোঃ মিলন,শেখ ওয়াহিদুর রহমান,বিএম মাসুদ রানা,আহমেদ আলী গাজী, শেখ লুৎফর রহমান, প্রদীপ মন্ডল,মহিদুল ইসলাম শাহীন,জিএম এনামুল হক,বিপ্লব শেখ,বটিয়াঘাটা প্রেসক্লাবের নব নির্বাচিত সহ সভাপতি হিরামন মন্ডল সাগর।
আরো উপস্থিত ছিলেন,বারোআড়িয়া কলেজের অধ্যক্ষ ফিরোজ আহমেদ তোরাব, প্রভাষক সুজিত কুমার মন্ডল, কুমারেশ সরকার,সত্যপ্রসাদ মল্লিক,শিবানন্দ ঢালী,দিপ্তী ঢালী, বিকাশ চন্দ্র মন্ডল,বারোআড়িয়া কলেজ দৃর্গা পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ হরিদাশ মিস্ত্রি, সমর মন্ডল, নির্মল বাওয়ালী। বিনাপানী মন্ডল, তৃপ্তি মন্ডল টুকটুকি, বিথীকা সরদার, হিমাঙ্গীনি মন্ডল, সহ আরো অনেকে।
এসময় অতিথিরা পূজা মন্ডপের সভাপতি ও কমিটির অন্যান্য নেতৃবৃন্দ তাদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়ে করেন। তারা পূজার বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন। পাশাপাশি প্রতিটা মন্দির কমিটির সদস্যদের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। ##