বিকাশ রায় বাবুল,নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডোমার উপজেলায় উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন বিনা-১৭ ধানের মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে পাঙ্গা মটুকপুর জলদান পাড়া এলাকার কৃষক রুম্মান ইসলামের জমিতে মাঠ দিবস হয়েছে। বাংলাদেশ পরমানু গবেষণা ইনস্টিটিউট (বিনা) রংপুর উপকেন্দ্র মাঠ দিবসটির আয়োজন করে।
উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামানের সভাপতিত্বে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় বিনা’র উদ্ধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আলী, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরহাদুল হক, বিনা’র বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ দুলাল মিয়া, বজলার রহমান বাপ্পি, মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তরা জানান, মাত্র ১১৮ দিনে বিনা-১৭ ধানের ফসল ফলানো সম্ভব হয়। এ ধান চাষ শেষে সরিষা, আগাম আলু, ভুট্টা চাষ করা যায়। অন্যান্য জমিতে বছরে দুইটি ফসল চাষ হলেও বিনা-১৭ ধানের জমিতে তিনটি ফসল ফলানো সম্ভব হয়। বিঘা প্রতি প্রায় ১৮ মণ ধান উৎপাদন হয়।
বাংলাদেশ পরমানু গবেষণা ইনস্টিটিউট (বিনা) রংপুর উপকেন্দ্র গবেষণা করে এ ধানের জাতটি আবিষ্কার করে।