কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানকালে ১৪ কেজী গাঁজাসহ এক যুবক কে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) রাজেশ বড়ুয়া(পিপিএম)। তিনি জানান পরে বিকেলে ওই আসামীকে মাদক আইনে জেল হাজতে পাঠানো হয়।
পুলিশের সৃত্রে জানা যায়- মঙ্গলবার রাতে জেলার বুড়িচং থানার কালিকাপুর বাজারের খারেরা নামক এলাকায় কুমিল্লা টু শংকুচাইল পাকা রাস্তায় উপর হইতে ওই মাদক ব্যবসায়িকে গাঁজাভর্তি একটি চটের বস্তাসহ আটক করে পুলিশ। পুলিশ জানান- চটের বস্তায় তল্লাশী করে বস্তার ভিতরে নীল পলিথিনে মোড়ানো ৮টি পোটলায় সর্বমোট চৌদ্দকেজি গাঁজা উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই আসামী জেলার বুড়িচং উপজেলার ২নং বাকশিমুল ইউনিয়নের ছিনাইয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. সোহাগ মিয়া (২৫)। এ ঘটনায়(এসআই) মো. বোরহান উদ্দিন ভূইয়া বাদী হয়ে বুড়িচং থানায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা করেন,মামলা নং- ০৫। পরে ওই আসামীকে জেল হাজতে পাঠানো হয়।