কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দিতে বাল্কহেডের ধাক্কায় সেতুর মাঝের অংশ ভেঙ্গে পড়েছে নদীতে। তবে সেতুর একটি অংশ বাল্কহেডের ওপর পড়লে কেউ হতাহত না হলেও বাল্কহেডটি আটকে যায়।
দাউদকান্দি উপজেলার জিংলাতলি ইউনিয়নের ছান্দ্রা ও গলিয়ারচর সংযোগ সড়কের কালাডুমুর নদের উপর ২০০৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সেতুটি নির্মাণ করে। সেতুটি পড়ার ফলে কয়েকটি গ্রামের সড়ক ও নৌপথের যোগাযোগব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে।
গত মঙ্গলবার রাতে সেতুটি ভেঙ্গে পড়ার বিষয়টি আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান বলেন, বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে জেনেছি। যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে বলা হয়েছে।
উপজেলা প্রকৌশলী আশরাফ উদ্দিন খন্দকার বলেন, যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে ভেঙ্গে পড়া সেতুর অংশটি অপসারণের কাজ চলছে।
কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবাল বলেন, সেতু ভেঙে যাওয়ার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ দূর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।