মল্লিক মোঃ জামাল বরগুনা প্রতিনিধি
বরগুনা তালতলীতে সাব রেজিস্ট্রি অফিস চালুর দাবিতে মানববন্ধন করেছে উপজেলার সর্বস্তরের জনগণ।
আজ ১৫ অক্টোবর (শনিবার) সকাল ১০টা থেকে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন করেন। এ সময় উপস্থিত ছিলেন তালতলী উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ও ৫ নং বড়বগী ইউনিয়ন আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ মুনসুর আলী জোমাদ্দার।
মো জুয়েল মৃধার সঞ্চালনায়ও মো সুলতান হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন তালতলী উপজেলার দলিল লেখক সাবেক ইউপি সদস্য মোঃ জাহিদুল ইসলাম (দুলাল মোক্তার),মোঃ বাশার শিকদার।
এডভোকেট রাজিবুল ইসলাম (স্বপন বেপারী).মোঃ কবির আহমেদ গাজী।
মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত সাব-রেজিস্ট্রি চালু করে জনগণের কাঙ্খিত সেবা যাতে পেতে পারে সেই লক্ষ্যে কাজ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের অগ্রধারার একটি মাইলফলক বাংলার শেষ সীমানায় বঙ্গোপসাগর উপকূলে কৃষিবান্ধব এলাকায় কৃষকদের দুঃখ দুর্দশা লাগভ হবে।
এই সাব-রেজিস্ট্রি অফিস পূর্ণরূপ পেলে তাদের যেতে হবেনা আমতলী নিজ বাড়ি বসেই পারবেন দলিলপত্রের কাজ করতে।তাই অতি দ্রুত এই সাব-রেজিস্ট্রি অফিসটি চালু করার অনুরোধ জানিয়েছেন মানববন্ধনে উপস্থিত সবাই।