মোঃ হাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধি
আগামি ১৭ অক্টোবর সোমবার আসন্ন নড়াইল জেলা পরিষদ নির্বাচন ২০২২ অনুষ্টিত হবে।এ নির্বাচনে নড়াইল সদরের ৫টি ইউনিয়ন সহ কালিয়া ১৪ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার নিয়ে গঠিত ১ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য পদপ্রার্থী মোসাঃ শাহিনুর আক্তার রুমা হরিণ প্রতীক নিয়ে গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে প্রার্থী ও ভোটারদের দুরত্ব ততটাই কমে আসছে। তারই ধারাবাহিকতায় ওয়ার্ডের ২০ টি ইউনিয়ন চষে বেড়াচ্ছেন তিনি। ইতোমধ্যে সাধারণ মানুষ ও ভোটরদের আস্থাও অর্জন করেছেন বেশ। ভোটরদের বাড়ি,বাড়ি গিয়ে দোয়া ও ভোট চাচ্ছেন, পাশাপাশি উন্নয়নের প্রতিশ্রুতিসহ গরীব-অসহায় ও ধর্মীও প্রতিষ্ঠনের খোঁজ খবর নিচ্ছেন তিনি।
১৪ অক্টোবর শুক্রবার বিকেলে একান্ত স্বাক্ষাতকারে জানা যায়, শাহিনুর আক্তার ছাত্রজীবন থেকেই আওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠনে কর্মী হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। ঢাকার দনিয়া কলেজ থেকে তিনি বিএ পাস করেন। রাজনৈতিক পরিবারে বিবাহ হওয়ায় তিনি একজন গৃহীনি হয়েও নিজের ইচ্ছায় ও পরিবারের প্ররোচনায় সাধারণ মানুষের সেবা করার মানষে নির্বাচনে অংশগ্রহন করেছেন। শাহিনুর আক্তার রুমা কালিয়া উপজেলার বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলামের বড় ভাই মল্লিক মাজারুল ইসলামের স্ত্রী। জয়ের ব্যপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন,জয়ী হলে জেলা পরিষদের আওতাধীন উন্নয়ন মূলক কাজ শতভাগ সততার সাথে সম্পাদন করবেন। এছাড়া পূর্ব থেকেইে নিজের সাধ্যমত গরীব ও অসহায় মানুষের সেবা করে আসছেন এবং নির্বাচীত হলে আরো বেশী সহযোগীতা করার সুযোগ আসবে বলে তিনি জানান।