1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ১৬ -তম মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের ৬দলের জার্সি উন্মোচন সাবেক প্রেমিকের ম্যাসেজ,ভিডিও: বিয়ের ৪ দিন পর লাশ হলেন নববধূ কুমিল্লায় শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্বরনে দেবীদ্বারে বিএনপির বই বিতরণ কোম্পানীগঞ্জে ট্রাকের চাপায় শিশুর মৃত্যু নিখোঁজের ১০ দিন পর খালে মিলল বেদের মরদেহ বন্ধুর পরিবারের নামে অভিযোগ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা বিদেশ যাওয়া হলোনা কলেজছাত্র জাকিরের মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু মারামারি করায় বিদ্যালয় থেকে ৭ ছাত্রকে টিসি ৮১ বছর পর ওয়ার সিমেট্রি থেকে ২৪ সেনার দেহাবশেষ ফিরিয়ে নিচ্ছে জাপান

Translate in

পুলিশের গাড়ীতে ছিনতাইয়ে জড়িত ৬ ডাকাত গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৪৯৫ বার দেখা হয়েছে

কাইয়ুম মাহমুদ সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পুলিশের মাইক্রেবাসে ছিনতাইয়ে ৭২ ঘন্টা পর গ্রেফতার হয়েছে ৬ ডাকাত। উদ্ধার হয়েছে লুট হওয়া হ্যান্ডকাপ, ওয়াকিটকি,পুলিশের ইউনিফর্মসহ বিভিন্ন মালামাল। সেই সাথে জব্দ করা হয়েছে ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র। রোববার (১৬ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো: আরিফুর রহমান মন্ডল।

গ্রেফতার হওয়া ডাকাত দলের সদস্যরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর উত্তরপাড়া (১নং মিলগেট) এলাকার মো: আব্দুল লতিফ খানের ছেলে তুষার আমম্মেদ ওরফে ইউসুফ ওরফে অন্তর (২২), ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার বাখরনগর গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে (বর্তমান ঠিকানা সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাঁতী গ্রামের ভাড়াটিয়া বাড়ি) ওয়াজেদ আলী (৩৪), সিরাজগঞ্জ পৌর এলাকার চরমালশাপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আব্দুল লতিফ খান ওরফে নিকি(২১), সদর উপজেলার পূর্ব মোহনপুর গ্রামের বাবু কসাইয়ের ছেলে ইনামুল হক আশিক (১৯), সয়া ধানগড়া মহল্লার মৃত কিসমত আলীর ছেলে আব্দুল মোতালেব (২৬), চক শিয়ালকোলের মৃত ফটিক শেখের ছেলে সোহেল রানা (২৮)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, বগুড়ার সোনাতলা পুলিশের একটি টিম ঢাকা থেকে একজন ভিকটিম উদ্ধার করে মাইক্রোবাসযোগে ফেরার পথে গত বুধবার (১২ অক্টোবর) ভোররাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের ১৭নং ব্রীজের পূর্বে ডাকাতের কবলে পরে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল, হ্যান্ডকাপ, ওয়াকিটকি, পুলিশের পোশাক ও মানিব্যাগ ছিনিয়ে নেয় ডাকাতদলের সদস্যরা। এ ঘটনায় শুক্রবার (১৪ অক্টোবর) বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়।

ঘটনার তদন্তে পুলিশের একটি চৌকস টিম গঠন করা হয়। এ টিমটি তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে ডাকাতির সাথে জড়িতদের সনাক্ত করে। পরে গাজীপুরের কোনাবাড়ি ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বিরামহীন অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ডাকাতদের দেয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া একটি ওয়াকিটকি, এক জোড়া হ্যান্ডকাপ, তিনটি মোবাইল, ১টি পুলিশের ইউনিফর্ম, ১টি পুলিশের আইডি কার্ড ও নগদ ৬ হাজার ২শ টাকাসহ মালামাল উদ্ধার করা হয়। এছাড়াও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি বার্মিজ চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়। পুলিশ সুপার আরও জানান, গ্রেফতার হওয়া আসামীদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা গত এক বছরে একাধিক ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনার সাথে জড়িত। অনেকের বিরুদ্ধেই ছিনতাই, চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও মাদকের মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশের উর্ধতন কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০