নেকবর হোসেন:কুমিল্লা
কুমিল্লার লালমাই উপজেলায় ইসলাহুল উম্মাহ বাংলাদেশ এর উর্দ্দ্যােগে আগামী ৫ নভেম্বর ২০২২ইং হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পুরস্কার হিসেবে দেওয়া হবে স্বর্ণ পদক,নগদ অর্থ । আসছে আগামী ৫ নভেম্বর ২০২২ ইং শনিবার,লালমাই উপজেলার,বরল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ইসলাহুল উম্মাহ বাংলাদেশ এর উর্দ্দ্যােগে, হিফজুল কুরআন,প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্টানে প্রধান অতিথি থাকবেন মুহতামিম মাহমুদ নগর মাদ্রাসার -হযরত মাওলানা মোস্তফা মাহমুদী ও সভাপতি,লালমাই উপজেলার চেয়ারম্যান,আব্দুল মালেক বিকম, পরিচালনায় মুফতি ফয়জুল্লা আল আজহারীর। প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের দেওয়া হবে প্রথম পুরস্কার স্বর্ণ পদক,দ্বিতীয় পুরস্কার ২৫ হাজার টাকা ,তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা । অংশগ্রহণের নিয়মাবলী ১.ধারাবাহিক যে কোন ২০ পারা। ২.প্রতিযোগীর বয়স ১৫ বছরের মধ্য হতে হবে। ৩.জন্ম নিবন্ধন ও মাদ্রাসার আইডি কার্ড সাথে নিয়ে আসতে হবে।৪. আন্তর্জাতিক প্রতিযোগীরা অংশ গ্রহন করতে পারবে না ৫. নির্ধারিত ফরম ব্যতীত কোন ফটোকপিব্যবহার করা যাবে না । ৬.ইমু,হোয়াটসঅ্যাপ ও বিকাশ এর মাধ্যমে ফরম পুরন করতে পারবেন,ফরম পূরনের পর ছবি তুলে আপনার সাথে নিয়ে রাখবেন ।৭.ফরম নিতে যোগাযোগ: ০১৯১৭-০৪৪৮২৫,০১৮৩১-১৮১০৮৫,০১৮৫৪-৯৫৪৫৫৪,০১৬৩০-১৩৬২৩৮,০১৮৪২৫৭১৩৯৪ ।