1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন

Translate in

দেবীদ্বারে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল’র ৫৯তম জন্মদিন উদযাপন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১৮২ বার দেখা হয়েছে

শফিউল আলম রাজীব, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

“‌শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে কুমিল্লা’র দেবীদ্বারে বাঙালি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের ক‌নিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্ম‌দিন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালী, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল‍্য অর্পন এবং ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক-উন নবী তালুকদার’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম আলী জিন্নাহ’র সঞ্চালনায় র‍্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হক, থানা অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর, পল্লী উন্নয়ন কর্মকর্তা রমেন শাহা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফ রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, মৎস কর্মকর্তা সুব্রত গোস্বামী, পৌর সচিব ফখরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, জেলা পরিষদ সদস‍্য বাবুল হোসেন রাজু, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান, সাবেক সদস্য লুৎফর রহমান বাবুল, প্রভাষক সাইফুল ইসলাম শামীম, সহকারী শিক্ষক আরিফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শেখ রাসেলকে নিয়ে স্মৃতিচারণ শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলেদেন উপস্থিত অতিথিবৃন্ধ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলাদাভাবে দিবসটি উদযাপন করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০