কুমিল্লা প্রতিনিধি
নিত্যপণ্যের বাজার তদারকি অভিযানে কুমিল্লার বুড়িচংয়ের কাবিলা ও ডুবাইরচর এলাকার ৩ প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার ১৮ অক্টোবর কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা বাজার ও ডুবাইরচর এলাকার নিত্যপণ্য, কসমেটিকস ও ইলেকট্রিক পণ্যের বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনুমোদনহীন বিদেশী পণ্য বিক্রি এবং ওজনে কারচুপি করায় মেসার্স কাদের ডিপার্টমেন্টাল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনুমোদনহীন ২৫টি কোমলপানীয় জব্দ করে ধ্বংস করা হয়। মূল্য তালিকা না রাখা ও মেয়াদ উত্তীর্ণ ঘি বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় ভাই ভাই স্টোরকে ৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ ঘি জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়াও আমদানিকারকের স্টিকার বিহীন অনুমোদনহীন বিদেশী পণ্য বিক্রি করায় নূর মহল ফুড কর্ণারকে ৩ হাজার টাকা জরিমানাসহ মোট তিন প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যান্য দোকানীকে সতর্ক করা হয়। অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে সরকার নির্ধারিত রেটে ক্রয়-বিক্রয় করার নির্দেশনা দেওয়া হয়। বেলা সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে চলা এ অভিযানে জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।