সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ছয়জন আন্তঃজেলা ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার পুলিশ মানিকগঞ্জ জেলার শিবালয় ও দৌলতপুর থানা, ঢাকা জেলার সাভার ও আশুলিয়া থানায় অভিযান চালিয়ে তাদের আটক করেছে। এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ১৭টি মোবাইল ফোন ও নগদ ২ লাখ ১৫ হাজার টাকা এবং ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন।
আটক ব্যক্তিরা হলেন-মানিকগঞ্জের মো আলমগীর শেখ (৩২), মো.শরিফ মোল্লা (২৩), মো. জাহিদ মোল্লা (৪০), মো. সাইফুল ইসলাম (২২), ফরিদপুর জেলার মো. সাদেক মাতব্বর ওরফে সানি (৩০) ও ঢাকা জেলার মো. রাজিব হোসেন (২৩)।
পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, গত ৩০ সেপ্টেম্বর রাত আটটায় একটি যাত্রীবাহী বাস মহাখালী থেকে চাপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা দেয়। বাসটিতে বাইপাইল পথে টিকিটবিহীন ছয়জন ডাকাত ছদ্মবেশে জনপ্রতি আড়াইশ টাকা ভাড়ায় সিরাজগঞ্জে আসার উদ্দেশে বাসে ওঠেন। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর ৬ ডাকাত বাস চালককে ছুরিকাঘাত করে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
এরপর যাত্রীদের ভয় দেখিয়ে ১৭টি মোবাইল ও নগদ ২ লাখ ১৫ হাজার টাকা লুট করে নেয়। পরে ডাকাতদল বাসটি বগুড়ার রাস্তা সামান্য কিছু দূর গিয়ে পুনরায় ইউটার্ন নিয়ে হাটিকুমরুল গোল চত্বরে আসে। এ সময় হাইওয়ে পুলিশ সিগন্যাল দিলেও তা অমান্য করে পাবনা রোডের দিকে দ্রুত চলে যায়। রাত তিনটার দিকে বাসটি উল্লাপাড়া রেলগেটে সিগন্যালে পড়ে বন্ধ হয়ে যায়।
এ সময় ডাকাতদল বাসটি রেখে পালিয়ে যায়।এ ঘটনায় উল্লাপাড়া থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের আটক করা হয়। আটক ডাকাতরা স্বীকার করেছে তারা বিভিন্ন জেলায় যাত্রী সেজে বাসে উঠে ডাকাতি সংঘটিত করে থাকে। আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।