কুমিল্লা প্রতিনিধি
নানা আয়োজনে কুমিল্লা আইনজীবী সমিতির ২০০২ ব্যাচের ২২ এডভোকেট আইন পেশায় ২০ বছর পূর্তি উদযাপন করেছে ।
বৃহবৃস্পতিবার আইনজীবী সমিতি ভবনের লাইব্রেরিতে আইন পেশায় ২০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটেঁন স্পেশাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট নিগার সুলতানাসহ আইনজীবীগনন এ সময় উপস্থিত ছিলেন,এডভোকেট ইলিয়াস, এডভোকেট হোসেন,এডভোকট শিরিন সুলতানা,এডভোকেট আকিদা জাহান,এডভোকেট অশোক কুমার জয়,এডভোকেট আহসান,এডভোকেট আঁখি,এডভোকেট রেবেকা,এডভোকেট জাহাঙ্গীর মো আনোয়ার,এডভোকেট তৌহিদুর রহমান,এডভোকেট জসিম, এডভোকেট নজরুল,এডভোকেট কামাল চৌধুরী,এডভোকেট নাজমা সহ আরো অনেকে ।
২০০২ সালের এই দিনে এই ২২ জন আইনজীবী হিসেবে সনদ প্রাপ্ত হন।