জাকির আহম্মদ জিম:শেরপুর বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুর খেলোয়ার কল্যাণ সমিতির আয়োজনে নারী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২১ অক্টোবর ) বিকাল সাড়ে ৩টার দিকে ডিজে হাইস্কুল খেলার মাঠে এই উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে সোনাতলা নারী ফুটবল একাদশ বনাম গোবিন্দগঞ্জ নারী ফুটবল একাদশ। ৭০ মিনিটের পুরো খেলায় টান টান উত্তেজনা থাকলেও কেউ কাউকে গোল দিতে পারেনি। পরে ট্রাইবেকারে গোবিন্দগঞ্জ নারী ফুটবল একাদশ করে ৪টি গোল এবং সোনাতলা একাদশ ৫ গোল করে বিজয় লাভ করে। আব্দুল খালেক ও রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শেরপুর ধুনট নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার, সাবেক মেয়র স্বাধীন কুন্ডু এবং মোস্তাফিজুর রহমান ভুট্ট, সদস্য বগুড়া জেলা পরিষদ ও সাধারণ সম্পাদক শেরপুর উপজেলা যুবলীগ।
Notifications