আশরাফুল ইসলাম গাইবান্ধা
আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে ফিরি এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
আজ ২২ অক্টোবর শনিবার সকালে এ দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুল্লাহেল সাফি, আরএইচডির নির্বাহী প্রকৌশলী এম ফিরোজ আক্তার, প্যানেল মেয়র আবদুস শহীদ, বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা।
সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন নিরাপদ যানবাহন চাই এর চেয়ারম্যান আসাদুজ্জামান সরকার মিলন, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সদস্য সচিব এস এম বিপ্লব ইসলাম, মোটর শ্রমিক নেতা আব্দুল করিম, বিআরটিএ এর যান পরিদর্শক আমিনুল ইসলাম প্রমুখ। এর আগে বিআরটিএর সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন এবং অধিদপ্তরের সার্বিক কার্যক্রম ও পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।এ দিবসের কর্মসূচীতে কর্মকর্তা, চালক, হেলপার, শ্রমিক নেতা, সাংবাদিকসহ বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমানে সড়ক নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ যানবাহনের সংখ্যা ও এর গতি ক্রমান্বয়ে যাত্রী সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন নিঃসন্দেহে সব ধরণের যানবাহনের চালকদের মধ্যে আরও জনসচেতনতা তৈরি করতে সক্ষম হবে এবং এটি ঘন ঘন সড়ক দুর্ঘটনা বন্ধ করতে সতর্কতার সাথে যানবাহন চালাতে সহায়তা করবে।