দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দেবীদ্বারে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা।
বৃহস্পতিবার সকাল ১১ টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউ মার্কেটের মুক্তিযুদ্ধ চত্বরে দেবীদ্বারে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের উদ্যোগে ওই মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি মো. শাহিদুল ইসলাম, কুমিল্লার বাণী টুয়েন্টি ফোর ডটকম এর সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহাগ ভ‚ঁইয়া, আমাদের দেবীদ্বার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম, দৈনিক প্রথমবেলা উপজেলা প্রতিনিধি গোলাম রাব্বি প্লাবন, দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি ওমর ফারুক মুন্সী, দৈনিক নাগরিক ভাবনার সিনিয়র স্টাফ রিপোর্টার এমএজে মামুন, মাই টিভির প্রতিনিধি সোহেল রানা, দৈনিক আজকালের খবর’র প্রতিনিধি এ.আর আহম্মেদ হোসাইন।
আরো উপস্থিত ছিলেন, করতোয়া কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ মামুনুর রশিদ, দৈনিক মুক্ত খবর পত্রিকার দেবীদ্বার প্রতিনিধি মোঃ রুহুল আমিন হাজারী, দৈনিক সমাচার পত্রিকার প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন, আনন্দ টিভি দেবীদ্বার প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমান, দৈনিক মুক্ত খবর পত্রিকার প্রতিনিধি আরিফুল ইসলাম, কুমিল্লা টেলিস্কোপ’র সম্পাদক ইসহাক হাসান, ঢাকা টাইমস’র দেবীদ্বার প্রতিনিধি আল আমিন কিবরিয়া, সাংবাদিক মোঃ রাসেল সরকার প্রমুখ।
উল্লেখ্য, গত রোববার বিকেলে দেবীদ্বার উপজেলার গোপালনগর গ্রামের পূর্বপাড়ায় মৃত মানিক মিয়ার স্ত্রী রানু বেগমের বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা ও ভাংচুর চালায়, খবর পেয়ে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহকালে স্থানীয় মোখলেসুর রহমানের নেতৃত্বে ওই হামলাকারীর এশিয়ান টিভির দেবীদ্বার প্রতিনিধি মোঃ নেসার উদ্দিন ও দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আলীমের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। ওই সময় হামলাকারীরা এশিয়ান টিভির ক্যামেরা ছিনিয়ে নেয় এবং সাংবাদিকদের মোটর সাইকেল ভাংচুর করে।
ওই ঘটনায় রোববার রাতে সাংবাদিক মোঃ নেসার উদ্দিন বাদী হয়ে দেবীদ্বার থানায় একটি মামলা দায়ের করেন।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, শুধু দেবীদ্বারেই নয়, সারাদেশ সাংবাদিক নির্যাতন ও মামলা – হামলা নিত্যদিনের ঘটনা। দেবীদ্বারের ২ সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন কালে হামলার শিকার হয়েছে। ওই ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী মোখলেসুর রহমানসহ সকল অভিযুক্তদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী জানান তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার আল্টিমেটাম দেওয়া হয়।