আমান উল্যা আমান
কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্য সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে দীর্ঘদিন পর বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা মধ্য দিয়ে সারা দেশের ন্যায় ফরিদগঞ্জে শনিবার (২৯ অক্টোবর) ফরিদগঞ্জ থানা পুলিশের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফরিদগঞ্জ থানা চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা পুলিশ চত্বরে কেককাটা ও আলোচনা সভায় মিলিত হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ শহীদ হোসেন’র সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা,সহকারি কমিশনার (ভূমি) আজিজুন নাহার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম শেখ,ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান,সিনিয়র সহসভাপতি এমকে মানিক পাঠান,সাংবাদিক আবুহেনা মোস্তফা কামাল,উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক বাহাউদ্দিন খাঁন বাহার।
অনুষ্ঠানে বক্তারা বলেন,সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া জনগণকে সচেতন করা,আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশ তাই সকল জনগনকে সচেতন হয়ে পুলিশকে সহায়তা করতে হবে বলে জানান।
এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ.ছোবহান লিটন,সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, বর্তমান সহ-সভাপতি আমান উল্যা আমান,সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী নব নির্বাচিতর রােভার স্কাউটে রসাধারণ সম্পাদক মাস্টার জিয়াউর রহমান ও সংবাদকর্মীরা সহ থানা পুলিশের সদস্য,মহিলা সদস্যা বিভিন্ন রাজনৈকিত-সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।