কুমিল্লা প্রতিনিধি
বিএনপি কর্তৃক আয়োজিত আগামী ২৬ নভেম্বর কুমিল্লা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্য নগরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন কুসিকের সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু।
শনিবার (১২ নভেম্বর) দুপুরে নগরীর নানুয়া দিঘির পাড়ের রাজনৈতিক কার্যালয় থেকে বজ্রপুর,ছাতিপট্টি, কাপড়িয়া পট্টি, চটকি পাড়া,তেরিপট্টি এবং চকবাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপির সাবেক নেতা ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।
এসময় তার সাথে ছিলেন,শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুস সালাম মাসুক, হুমায়ুন কবির,বীর মুক্তিযোদ্ধা জেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন,জাতীয়তাবাদী হিন্দু দলের সাধারণ সম্পাদক বাবু শ্যমল সাহা,জেলা যুবদলের সহ সভাপতি মো.কবির হোসেন,কাজী আবেদ কবির, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো.বদরুল হাসান রাব্বু, ইকরাম হোসেন ইকু প্রমুখ।