মিজানুর রহমান মিলন,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৪ দিন আগে চুরি হওয়া নবজাতককে গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে।
গত সোমবার (১৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরে আলম সিদ্দিক।
ঘটনা সূত্রে জানা যায়,গাজীপুর চন্দ্রা এলাকায় একটি নবজাতককে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে বগুড়া সদর থানার একটা টিম নবজাতকের স্বজনদের নিয়ে গাজীপুরের উদ্দেশে রওনা দেন।
সেখানে গিয়ে পড়ে থাকা নবজাতককে নিজেদের বলে দাবি করেন নবজাতকের পিতা-মাতা। পরবর্তীতে পুলিশের টিম নবজাতক সহ বগুড়ার উদ্দেশে রওনা দেন।
উল্লেখ্য,গত চারদিন পূর্বে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশুটি নিখোঁজ হয়। নবজাতকটি বগুড়া সদর উপজেলা এরুলিয়া বানদীঘির ইতি ও সৈকত হাসান দম্পতির ।
চুরি হওয়া শিশু উদ্ধারের বিষয়ে জানতে চাইলে, বগুড়া সদর থানা নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্কের দায়িত্বরত কর্মকর্তা এস আই জেবুন নেছা বলেন,বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতক চুরি ঘটনাটি শোনার পর থেকেই আমরা চেষ্টায় ছিলাম কেমন করে শিশুটিকে উদ্ধার করা যায় অবশেষে মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে শিশুটির মায়ের শুন্য কোলে শিশুটিকে ফিরিয়ে দিতে পেরে খুব আনন্দ বোধ করছি,এটাই পুলিশের সার্থকতা ।