কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে সরব হয়েছেন দলটির নেতা-কর্মীরা। রাত-দিন ব্যস্ত সময় পার করছেন তারা। আগামী ২৬ নভেম্বর নগরীর টাউন হলে অনুষ্ঠেয় বিএনপির এই সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে রীতিমতো উৎসবের আমেজ ছড়িয়েছে। কুমিল্লা বিএনপির রাজনীতিতে বিবদমান দুই পক্ষই এই সমাবেশ ঘিরে সক্রিয় হয়ে উঠেছে। কোন পক্ষ সমাবেশে নিজেদের বেশি শক্তিশালী প্রমাণ করতে পারবে, সমাবেশ সফল করার পাশাপাশি তারও যেন অলিখিত লড়াই এখন চলছে কুমিল্লায়। বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্য নগরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন কুসিকের সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু।
বুধবার (১৬ নভেম্বর)সকাল নগরীর নানুয়া দিঘির পাড়ের রাজনৈতিক কার্যালয় থেকে জজকোর্ট আদালত অঙ্গনে বিশাল গণসংযোগ করেন সাক্কু সহ আইনজীবী নেতৃবৃন্দুরা এবং বিকেলে লক্ষীনগর, ডিসাবন,কাজীপাড়া আবাসন উনািসর ইয়াসিন মার্কেটসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপির সাবেক নেতা ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।এসময় তার সাথে ছিলেন, শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুস সালাম মাসুক,হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা জেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম,জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, জাতীয়তাবাদী হিন্দু দলের সাধারণ সম্পাদক বাবু শ্যমল সাহা,জেলা যুবদলের নেতা নজরুল ইসলাম স্বপন জেলা যুবদলের সহ সভাপতি মো.কবির হোসেন,কাজী আবেদ কবির, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল হাসান রাব্বু, ইকরাম হোসেন ইকু প্রমুখ।