নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি
বিএনপির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশস্থল কুমিল্লা টাউন হল মাঠ পর্যবেক্ষণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে অবস্থিত কুমিল্লা ক্লাবে যান। সেখানে ক্লাবের বেলকনি থেকে সমাবেশস্থল দেখেছেন এবং শনিবারের সমাবেশ সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রিয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
হাজী আমিন উর রশিদ ইয়াছিন জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সন্ধ্যায় টাউন হল মাঠ পরিদর্শনের লক্ষ্যে কুমিল্লায় আসেন। কিন্তু মাঠে বিপুল পরিমানে নেতা-কর্মীর উপস্থিতি থাকায় তিনি মহাসচিব মাঠের সামনে আসেননি। তবে দূর থেকে তিনি মাঠের পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন এবং আগামীকাল একটি ঐতিহাসিক সমাবেশ হবে বলে আশা করছেন।
জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা বিভাগীয় গণসমাবেশের সার্বিক পরিস্থিতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তুলে ধরেন।
শনিবার সকাল ১০ টা থেকে কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির কুমিল্লা বিভাগীয় সমাবেশ শুরু হবে। মহাসচিব মির্জা ফখরুলসহ কেন্দ্রিয় নেতৃবৃন্দ পূর্বনির্ধারিত সময় অনুযায়ী মঞ্চে আসবেন বলে জানিয়েছেন হাজী ইয়াছিন।
এদিকে সমাবেশের আগের রাতেই কুমিল্লা টাউন হল মাঠ পরিপূর্ন হয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া,চাঁদপুর এবং কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে থেকে আসা নেতা কর্মীদের উপস্থিতিতে। রাতে তারা মাঠে অবস্থান করবে তাই টানানো হয়েছে ছামিয়ানা। দূর দূরান্ত থেকে আসা নেতা কর্মীদের খাবারে ব্যবস্থা করছেন কুমিল্লা জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।