1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন

Translate in

৩০ বছর পর উচ্ছেদের নিষেধাজ্ঞা পেল জমিদাতা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১৩৬ বার দেখা হয়েছে

মল্লিক মো. জামালঃ বরগুনা জেলা প্রতিনিধি

বরগুনার তালতলীতে ৩০ বছর ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধীয় মামলা নিশপত্তির পর অবশেষে উচ্ছেদের নির্দেশনা পেয়েছে জমিদাতা।

আজ শনিবার (২৬ শে নভেম্বর) সকাল থেকে বিরোধীয় ওই জমিতে এ সংবাদ লেখা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলে। এতে ৩ টি বসত ঘরসহ (টিন সেট) অবৈধ দখলদারদের বে-দখলীয় সব কিছু বেকু মেশিন দ্বারা ভেঙ্গে ফেলা হয়।

সরেজমিন গিয়ে জানা গেছে, আজ থেকে প্রায় ৩০ বছর পূর্বে রেকর্ডীও এবং সরকার থেকে পাওয়া খাষ জমি (৭.৪৮ শতাংশ) নিয়ে হয়রানীমূলক মামলায় পরে বড়বগী ইউনিয়নের খবির মাস্টার। তার মৃত্যুর পরে ছেলে আসাদুজজামান বাবু (৩৫) মামলা পরিচালনা করে। বরগুনা জজ কোর্ট থেকে শুরু করে একে একে ১৭ টি মামলার মোকাবেলার পর সুপ্রিম কোর্টের নির্দেশনা পায় ২০১৮ সালে। আসাদুজজামান বাবু বলেন, মোস্তফা বয়াতী (৪০) রেজাউল করিম এরা আমাদের জমি নগত টাকায় চাষাবাদ করত। ভূয়া কাগজপত্র তৈরি করে নিজেদের জমিদাতা দাবী করে। এরা ছাড়াও আরো অনেকে এর সাথে জরিত হয়ে আমাদের অন্যায় ভাবে মামলা দিয়ে হয়রানী করেছে। বর্তমানে আমি রায় পেয়েছি এবং উচ্ছেদের নির্দেশনা পেয়ে আজ এখানে এসেছি। উচ্ছেদ অভিযানের সময়ে নিরাপত্তা নিশ্চিত করনে থানা পুলিশও রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০