মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি
মালদ্বীপে বাংলাদেশি প্রবাসী নাগরিক উদ্যোক্তা
আহমেদ মুক্তাকির প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান এমআই ইন্টারন্যাশনাল কলেজে ‘সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজ ১৬ বছরে পদার্পণ করেছে। বর্তমানে মালদ্বীপের বিভিন্ন দ্বীপে এমআই কলেজের ১৭টি শাখায় ৩ হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছেন। তাদের বেশিরভাগই মালদ্বীপের নাগরিক। ২০০৬ সালে বাংলাদেশি আহমেদ মোত্তাকির প্রতিষ্ঠিত কলেজটি মালদ্বীপের শিক্ষা প্রসারে গুরুত্ব অবদান রাখছে।
প্রতিষ্ঠার ১৬ বছরে শিক্ষাক্ষেত্রে অনেক সফলতা অর্জন করেছেন মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজ। তবে কৃষি কোর্স পরিচালনা কৃষি গবেষণায় তাদের সাফল্য চোখে পড়ার মত। আগামিতে কলেজটিকে একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ের রুপান্তর করার স্বপ্ন দেখছেন উদ্যোক্তারা ।
শনিবার ২৬ নভেম্বর মালদ্বীপের রাজধানী মালে গিয়াসুদ্দিন ইন্টারন্যাশনাল স্কুল হল রুমে সকাল থেকে শুরু হয়ে স্থানীয় সময় রাত ১১ টা পর্যন্ত চলে এই সমাবর্তন অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন মালদ্বীপের শিক্ষা মন্ত্রী ড. ইব্রাহিম হাসান।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়েল অ্যাডমিরাল এস এম আব্দুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ থেকে আগত চ্যানেলের আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।
উক্ত সমাবর্তন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল গ্রুপের চেয়ারম্যান প্রবাসী বাংলাদেশি নাগরিক, শিক্ষা উদ্যোক্তা আহমেদ মোত্তাকি, এবং মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল গ্রুপের সিইও) মোহাম্মদ হালিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজের ডিরেক্টর, মেডাম লামিয়া আব্দুল হাদি ,মিসেস শাহানা সিরাজ সহ আরও অনেক মালদ্বীভিয়ান নাগরিক।
উল্লেখ্য,, আহমেদ মোত্তাকি ৩০ বছর যাবত মালদ্বীপ প্রবাসী। প্রবাস জীবনটা দেশটির সরকারি স্কুলে শিক্ষকতা দিয়ে শুরু করলেও এখন তিনি একজন বাংলাদেশি শিক্ষা উদ্যোক্তা ও ব্যবসায়ী।
তার মালিকানার মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল গ্রুপ মালদ্বীপে বাংলদেশি খাদ্য ও কৃষিপণ্যের বড় আমদানিকারক খ্যাতি পেয়েছে। এ ছাড়াও বিপুল সংখ্যার বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ হয়েছে।
Notifications