এ আর আহমেদ হোসাইন: দেবীদ্বার কুমিল্লা
কুমিল্লা দেবীদ্বারে ২০২২ সালের এসএসসির ৫২৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৫১০০ জন, জিপিএ- ৫ পেয়েছেন- ৫৬৬ জন পাসের হার ৯৭ দশমিক ১৭ %। দাখিল পরীক্ষার্থী সংখ্যা মোট ১০৯২ জনের মধ্যে ৯২৪ জন পাশ করেছেন, জিপিএ ৫ পেয়েছেন ৫২ জন,পাসের হার ৮৪ দশমিক ৬২%। অপর দিকে এসএসসি ভোকেশনাল ৪২৪ জন এর মধ্যে কৃতকার্য ৩৫৫ জন জিপিএ ৫ পেয়েছেন-৩১জন। পাশের হার ৮৩ দশমিক ৫২ %। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আব্দুল ওায়াহিদ মো. সালেহ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। এ দিকে উপজেলায় ৫০ টি উচ্চ বিদ্যালয়ের মাঝে শত ভাগ পাশ করেছেন ৬ টি উচ্চ বিদ্যালয়। ৩১ টি দাখিল মাদ্রাসার মধ্যে শত ভাগ পাশ করেছেন ৯ টি দাখিল মাদ্রাসা। পুরো উপজেলায় মোট ৬৭৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৬৩৭৯ জন। ফলাফলে অকৃতকার্য হয়েছেন ৩৮৬ জন। উপজেলার শীর্ষস্থানে ১ম স্থান অর্জন করেছেন দেবীদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ। এ স্কুলের ১৩০ জন পরিক্ষার্থীর মধ্যে ১৩০ জনই পাশ করেছেন। এর মধ্যে জিপিএ- ৫ পেয়েছেন ৪৪ জন। ২ য় স্থান অর্জন করেছেন দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চ দিব্যালয়। এ স্কুলে পরীক্ষার্থীর সংখ্যা ২৪১ জন, এর মধ্যে জিপিএ- ৫ পেয়েছেন ৮০ জন। উপজেলার ৩য় স্থান অর্জন করেছেন মফিজ উদ্দীন আহমেদ বালিকা উচ্চ বিদ্যায়ল। এ স্কুলে জিপিএ- ৫ পয়েছেন ৭৪ জন। পরীক্ষার্থী সংখ্যা ছিল ২৩৪জন এদের মধ্যে কৃতকার্য ২৩১জন এবং পাশের হার ৯৮ দশমিক ৭২%।
এ দিকে দেবীদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ শত ভাগ পাশ ও জিপিএ- ৫ পেয়ে সেরা হয়ে উপজেলার শীর্ষস্থান অর্জন করায় সোমবার দুপুরে স্কুলে ছাত্ররা একটি আনন্দ রেলী বের করে পৌর সভার প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করেন।