আইয়ুব আলী, হোমনা
কুমিল্লার হোমনায় যক্ষ্মারোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ,এইচআইভি, কোভিড-১৯ নিষন্ত্রনে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে আমাদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ৭ ডিসেম্বর সকালে ১১ টায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ব্র্যাক হোমনা শাখার স্বাস্থ্য বিভাগ এ কর্মশালার আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হোমনা ব্র্যাক স্বাস্থ্য বিভাগের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. আবু সালেহ।
প্রবন্ধে তিনি উল্লেখ করেন,যক্ষা হলে রক্ষা নেই এ কথার কোন ভিত্তিনেই। নিয়মিত ঔষধ সেবনে তা সম্পূর্ণ সুস্থ্য হয়। তা সম্পূর্ন বিনামূল্যের চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা ব্র্যাক অফিসে যোগাযোগ করুন। যক্ষ রোগের লক্ষণ-দুই সপ্তাহ ধরে কাশি, শরীরে প্রচন্ত জ্বর, শরীরের ওজন কমে যাওয়া, খাবারে অরুচি ও কাশি দিলে পেটে ব্যাথা পাওয়া ইত্যাদির যে কোন দুইটি উপস্বর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহন করা। আমরা যার অবস্থান থেকে জনগনকে সচেতনতা বুদ্ধির উপর গুরোত্বারোপ সহ যক্ষ্মা নিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি প্রোগ্রাম কো- অডির্ডিনেটর মো. আবু রায়হান, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো.আব্দুল হক সরকার, ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল কালাম আজাদ,হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সাত্তার,হোমনা উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মো. সামসুল হক, সহকারি ইমাম হাফেজ আব্দুল কুদ্দুস, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মো. আমিনুল ইসলাম প্রমূখ।