মল্লিক মোহাম্মদ জামাল
বরগুনার তালতলীতে ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার ডিসি পয়েন্টে সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যায় এ আনন্দ ভ্রমণ শেষ হয়।
তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৭ সালের এসএসসি পরিক্ষার্থীরা দীর্ঘ পাঁচ বছর পরে সকলে সম্মিলিত হয়ে আনন্দ ভ্রমণ ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে।এতে ওই ব্যাচের সকল বন্ধুদের নিয়ে নানা ধরনের খাবারের আয়োজন করা হয়। এসএসসি ২০১৭ ব্যাচের পরিক্ষার্থী মোঃ নাঈম হাইরাজ বলেন, দীর্ঘ পাঁচ বছর পূর্বে আমরা পরীক্ষা দিয়েছি। পরীক্ষা শেষে আমাদের বন্ধুদের মাঝে ওঠাবসাও দেখাশোনা নেই। অনেকবার চেয়েছি আমরা সকলে একত্রিত হব কিন্তু পারিনি। তাই ভাবলাম আনন্দ ভ্রমণের একটি আয়োজন করলে হয়তো সকলকে একত্রিত হতে ও দেখতে পাবো। তাই আনন্দ ভ্রমণের আয়োজন করি এবং এখানে আমাদের ব্যাচের সকল বন্ধুরা একত্রিত হয়। আজ আমরা সত্যি খুব আনন্দিত।
Notifications