আশরাফুল ইসলাম গাইবান্ধা
বিগত সময়ে বিএনপি জামাত জোটের সন্ত্রাস নাশকতা, সহিংসতা ও অপপ্রচারের বিরুদ্ধে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে৷
পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ১০ ডিসেম্বর শনিবার বিকালে পলাশবাড়ী পৌর শহরের রাব্বির মোড়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডলের পরিচালনায় এ জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজ্জাম্মেল হক মন্ডল।
আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু বকর প্রধান, সাবেক সহ সভাপতি আলহাজ্ব মোকসেদ চৌধুরী বিদ্যুৎ,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাইফুল্যার রহমান চৌধুরী তোতা, আওয়ামীলীগের ধর্মীয় উপ কমিটি’র সদস্য বীরমুক্তিযোদ্ধা মফিজুল হক সরকার, জেলা যুবলীগের সভাপতি সরদার শহীদ হাসান লোটন, সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজীব, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল মাহমুদ তাপস, সাধারণ সম্পাদক তুষার সরকার বাবু, মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু, কৃষকলীগ সভাপতি মোহাব্বত জান চৌধুরী,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আশরাফুল ইসলাম তিতাস,জাতীয় শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত,ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জআমান শেখ ফরিদ, সেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহজাহান শেখ, যুগ্ন আহবায়ক শাহজালাল মন্ডল, মৎস্যজীবীলীগের সভাপতি মনিরুজ্জামান রাসেলসহ অন্যান্যরা।